বাসাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল উদ্বোধন

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৪ পিএম, সোমবার, ১২ জুন ২০২৩ | ১১৮

টাঙ্গাইলের বাসাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ (বালক) উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ জুন) বিকেলে উপজেলা কাঞ্চনপুর এলাহিয়া (বি.এ) ফাজিল মাদরাসা মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার। 

এসময় উপস্থিত ছিলেন বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,ফুটবলার ইউসুফ  আলী,কাজল সহ প্রমুখ।

উদ্বোধনী দিনে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে কাঞ্চনপুর ইউনিয়ন একাদশ বনাম  কাউলজানী ইউনিয়ন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।