যক্ষা প্রতিরোধে আন্দোলন গড়ে তুলতে টাঙ্গাইলে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, শনিবার, ১০ জুন ২০২৩ | ২২৪

যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে টাঙ্গাইলে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ  সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম।

নাটাব টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সদস্য আবু রায়হান খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারি পরিচালক ডা. শম্ভুনাথ চক্রবতী, নাটাব টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সদস্য আল রুহী প্রমুখ। সভায় ৩০ জন আইনজীবী অংশ নেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, যক্ষা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। সাধারণ ফুসফুসে যক্ষার প্রধান লক্ষণ হলো টানা দুই সপ্তাগ বা তার বেশি সময় ধরে কাশি হওয়া। বিকেলের দিকে অল্প জ্বর এবং শরীর ঘেমে জ্বর ছেড়ে যাওয়া। খাবারে অরুচি, ওজন কমে যাওয়া, শরীর দিনদিন দুবর্ল হয়ে পড়া। কখনো কখনো কাশির সাথে রক্ত বের হওয়া। যক্ষা হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।