শুভ সংঘের উদ্যােগে শতাধিক অসহায় পরিবারকে ঈদ উপহার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৯ পিএম, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ | ১০৫

ঈদের আগের দিন স্যামাই, চিনি, সাবান ও গুড়া দুধ পাইলাম। স্বামী পোলাপান নিয়া খামু। এ গুলান পাইয়া ভালাই লাগতাছে। আল্লাহ তোমাদের বাঁচাইয়া রাখুক। ঈদ উপহার পেয়ে এভাবেই নিজের কথা ব্যক্ত করলেন হতদরিদ্র কোহিনুর বেগম (৫০)।

পাঠক প্রিয় দৈনিক কালের কণ্ঠ’র শুভ সংঘের ব্যানারে শুক্রবার দুপুরে টাঙ্গাইলের নারান্দিয়ায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ব্যবস্থাপনায় ছিলেন কালের কণ্ঠ’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজল আর্য।

অনুষ্ঠানে অতিথি উপস্থিত হিসেবে ছিলেন বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রতন, টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহমেদ, সহ-সভাপতি দাশ পবিত্র ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন। সহযোগিতা করেন শুভ সংঘের সদস্য অ্যাডভোকেট সুলতান তালুকদার রাঙা, সোহাগ আর্য, শোভন শুভ ও অনিক সরকার প্রমুখ।

উপহার সামগ্রী পেয়ে ভানু বেগম, রেখা বেগম, জোসনা বেগম ও জোহালি বেগম কালের কণ্ঠ’র কাছে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন বয়স অয়ে গেছে, বেশি কাজটাজ করতে পারি না। মেলা (অনেক) কষ্টে দিন পার করি। ঈদে ম্যায়া পোলা নাতি নাতনি নিয়া আনন্দ কইরা সেমাই খাবো। দিনমজুর মোনছের আলী বলেন আমরা গরিব মানুষ। আল্লাহ রিজিক মাপাইছে। অনেক উপকার অইছে। বছরকার দিনে আনন্দ কইরা খামু।

অতিথি রফিকুল ইসলাম রতন বলেন বৃহদ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ’র শুভ সংঘের এ মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবিদার। ঈদ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষরা উপহার সামগ্রী অত্যন্ত আনন্দিত হয়েছেন। আশা করি ভবিষ্যতে তাদের এধরনের কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। কালের কণ্ঠ’র মালিক-কর্তৃপক্ষ ও টাঙ্গাইল প্রতিনিধিকে ধন্যবাদ জানাই।