রমজান উপলক্ষে বাসাইলে বাজার মনিটরিং

বাসাইল (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, বুধবার, ১৫ মার্চ ২০২৩ | ১৩৭

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে বাসাইল উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বিভিন্ন বাজার ও মার্কেট ব্যবসায়ীদের সতর্ক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মনিটরিং ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় ব্যবসায়ীদের সিন্ডিকেট কিংবা মজুদ করে মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকতে সতর্ক করার পাশাপাশি মূল্যের তালিকা প্রদর্শন নিশ্চিতে গুরুত্ব আরোপ করা হয়।

বাজার মনিটরিং ব্যাবস্থা পরিদর্শনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার,কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মিয়াসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য কিনতে পারেন সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। সেই সঙ্গে কেউ কোনো সিন্ডিকেট তৈরি কিংবা মজুদ করলে তার বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা নিশ্চিত করেন তিনি।