বাসাইলে জাতীয় বীমা দিবস পালিত
টাঙ্গাইলের বাসাইলে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা হল রুমে জাতীয় বীমা দিবস পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, উপজেলা সহকারি অফিসার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মিয়া, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ প্রমুখ।
