নাগরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬ পিএম, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ | ১২৪

টাঙ্গাইলের নাগরপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে প্রাণিসম্পদ দপ্ততর ভেটেরিনারি দিন ব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে।

স্থানীয় প্রাণিসম্পদের সাথে সম্পৃক্ত ও প্রাণিসম্পদ খামারিসহ ডেইরিফার্ম মালিকদের নিয়ে এ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে কৃষিবিদ মো. ফারুক হোসাইন ও ডাঃ মো. আশিক সালেহীনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রানা মিয়া,  উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,  উপজেলা প্রাণিসম্পদ  অফিসার মো. মাহবুবুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মতিন বিশ্বাস, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসিতদন্ত) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাফরুল হাসান রিপনসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

দিন ব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে স্থানীয় প্রাণিসম্পদ উদ্যোক্তা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।