টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ | ৪৪১
জেলা শিল্পকলা একাডেমি টাঙ্গাইল প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের অংশগ্রহণে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। 
 
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
 
নবীন বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আব্দুর রহিম সুজন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা, জেনারেল সার্টিফিকেট শাখা) মোঃ আবুবকর সরকার,  স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী এলেন মল্লিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক তরুণ ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান।