টাঙ্গাইলে সদর উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ | ৪৪৬

১০ দফা দাবি ও বিদ্যুৎতের মূল্য কমানোর দাবিতে টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপি এবং শহর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড়ে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটির নেতা কর্মীরা।

এর আগে বিভিন্ন ইউনিয়ন ও শহর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ প্রমূখ।