শৈলকুপায় দুই ইয়াবা ব্যবসায়ীসহ হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার
 
												 
																			ঝিনাইদহের শৈলকুপায় ২ ইয়াবা ব্যবসায়ীসহ হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রামে শৈলকুপা থানার এস আই এমদাদ,এএস আই সেলিম অভিযান চালায়। এসময় ওই গ্রামের সামসুদ্দিনের ছেলে তোফাজ্জেল (৩২) কে ৫০পিচ ইয়াবাসহ আটক করে।
এছাড়া উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ী এলাকায় এস আই এমদাদ,আতিয়ার ও এএসআই আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে ইয়াবা সম্রাট তালুক (৪২) কে আটক করে।
অন্যদিকে এএসআই আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার বাহারুল হত্যা মামলার ২ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ৩জন কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো বাজারপাড়া এলাকার ফারুক (৩৮),চাদপুর এলাকার সাইফুল ও মাইলমারী গ্রামের লিটন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
 
                         
 
             
            