গণপরিবহনে নিরাপদ যাতায়েত নিশ্চিতকরণে প্রশাসনের সাথে সচেতনতামূলক সভা 

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৯:০৮ এএম, মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২ | ৪৩২

টাঙ্গাইলে গণপরিবহনে নিরাপদ যাতায়েত নিশ্চিতকরণে প্রশাসনের সাথে বাস মালিক-শ্রমিকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে নতুন বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি। জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক আলতাফ হোসেন, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি খন্দকার নাজিম উদ্দিন আহমেদ, জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সরকার প্রমুখ। 

এ সময় জেলা বাস কোচ মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তরা বলেন, সম্প্রতি বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা বাড়ছে। বিশেষ করে টাঙ্গাইলে ঈগল এক্সপ্রেসে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোচনা হয়। বাসে ডাকাতি রোধে গণপরিবহনের সাথে সংশ্লিষ্ট্যদের ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মাঝ পথে যাত্রী তোলতে সবাইকে সর্তক হতে হবে।