ন্যাপ ভাসানীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২২ পিএম, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ | ৭৪২
টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বারবালার চরে বন্যার্তদের মাঝে ন্যাপ ভাসানীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ন্যাপ ভাসানী ও খোদা-ই-খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী।
 
এসময় ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আজাদ খান ভাসানী, সন্তোষ রাণী দিন মনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছুল হুদা, আমিনুল ইসলাম লিটন, ডা. আব্দুল করিমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।