টাঙ্গাইলে  ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৫ পিএম, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ | ২৯৬

টাঙ্গাইলে আগামী ১২ জুন থেকে ৪ দিন ব্যাপী জাতীয় “এ” প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার ( ৯ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় টাঙ্গাইরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ ফারজানা তাহের মুনমুুন জানান, জেলায় আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্র্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬৯ হাজার ১৫৯ শিশুকে ১টি করে নীল রঙের (১ক্ষ আই,ইউ) এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী ৪ লাখ ৬৬ হাজার ৪৩৭ শিশুকে ১টি করে লাল রঙ্গের (২ক্ষ আই,ইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

৪ দিন ব্যাপী এ ক্যাম্পাইন সফল করার লক্ষে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ডেপুটি সিভিল সার্জন।