সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে-শুভ এমপি

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৮ পিএম, রোববার, ৫ জুন ২০২২ | ৫০৪

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। তবেই সমাজের আসল চিত্র ফুটে উঠবে। সাংবাদিকদের কাছে জাতি এটাই আশা করে।

তিনি শনিবার রাতে বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড প্রাপ্তিতে দৈনিক সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি বীর মুক্তিয্দ্ধোা অধ্যাপক দুর্লভ বিশ্বাসকে প্রেসক্লাব মির্জাপুরের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মোশারফ হোসেন মনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি কিসমত খোন্দকার, মির্জাপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, পৌর বিএনপির আহবায়ক হজরত আলী মিঞা, মির্জাপুর কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সহিনুর রহমান খান, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।

উল্লেখ, অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি বীর মুক্তিয্দ্ধোা অধ্যাপক দুর্লভ বিশ্বাসকে গত ৩০ মে দেশের অন্যতম বৃহদ শিল্পগোষ্টি বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড প্রদান করেন।