টাঙ্গাইলে মৎসজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, রোববার, ২২ মে ২০২২ | ২২৩

“মাছে ভাতে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করেছে আওয়ামী মৎস্যজীবী লীগ টাঙ্গাইল জেলা শাখা ।

এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর। 

এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মো. আমীর হামজা বেপারী। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম খান, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি কোহিনুর বেপারী, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ ইসলাম মাতাব্বর, আজীম হোসেন, সদর উপজেলা শাখার সদস্য সচিব মোমিন বেপারী, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, শহর শাখার আহবায়ক মোস্তফা ভান্ডারীসহ টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক খান তাজুল আরেফিন রাসেল।