মির্জাপুরের ভাতগ্রাম গণহত্যা দিবস পালন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪১ পিএম, বুধবার, ১৮ মে ২০২২ | ১৮৮

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম গণহত্যা দিবস পলিত হয়েছে। ওই ইউনিয়নের রুহিৎপুর গ্রামে এই গণহত্যা দিবস পালন করা হয়। একই সাথে রুহিৎপুর বটতলায় শহীদ স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়।

বুধবার বেলা ১২ টায় নবনির্মিত স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ। ৫১ বছর আগে আজকের এই দিনে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৩০ জন বাঙ্গালীকে পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসররা ধরে নিয়ে হত্যা করে।

এ উপলক্ষে রুহিৎপুর নাট মন্দিরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। 

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক অধ্যক্ষ পবিত্র কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার তাহ্রীম হোসেন সীমান্ত, আওয়ামী লীগ নেতা মোজাহিদুল ইসলাম মনির আশরাফুল আলম বাচ্চু ও গোলাম রব্বানী যুবরাজ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই ৩০ শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানান খান আহমেদ শুভ এমপি। 

অনুষ্ঠানে ৭১ এর এই দিনে ওই এলাকার শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।