গোপালপুর থানা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও দোয়া ও ইফতার মাহফিল
 
												 
																			টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন অপকর্ম ও অপরাধ সংগঠিত হয়ে থাকে, সে বিষয়ে উল্লেখ করে গোপালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পবিত্র ঈদুল আযহা গোপালপুর পৌরসভা যানজট নিরসনে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করা, অসাধারণ ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা বক্তারা বলেন।
(২৪ এপ্রিল) রবিবার সন্ধ্যায় গোপালপুর থানার আয়োজনে থানার হলরুমে এ মতবিনিময় সভা ও দোয়ার ও মাহফিল অনুষ্ঠিত হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, অন্যান্য পুলিশ সদস্য ও কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
 
                         
 
             
            