টাঙ্গাইলে সনাতন ধর্মাবলম্বীদের নববর্ষ পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ | ৪৭১

সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বাংলা নববর্ষ পালন করেছে। প্রতি বছর রাষ্ট্রীয় ভাবে একদিন আগেই নতুন বছরকে বরণের পর সনাতন ধর্মাবলম্বীরা বংলা পঞ্জিকা অনুসারে শুক্রবার (১৫ এপ্রিল) বর্ষবরণের দিনটি উদযাপন করেছে।

টাঙ্গাইল বড় কালিবাড়ী মন্দিরে সকাল থেকেই নারী এবং পুরুষ উভয়ের পদচারনায় মুখরিত হতে থাকে মন্দির প্রাঙ্গন। ভক্তরা আগরবাতি ও মোমবাতি প্রজ্জ্বলন করার পর ডাব, দুধ, মধুসহ বিভিন্ন উপাদান দিয়ে মহাদেব ও মা কালিকে  স্ন্যান করান। এরপর নারীরা সিদুঁর খেলায় মেতে উঠেন।

মন্দিরে পূজা দিতে আসা শিপা ঘোষ এবং নিপা ঘোষ বলেন, ‘আমরা করোনার কারণে দু’বছর মন্দিরে এসে নববর্ষ পালন করার সুযোগ পাই নি। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন মন্দিরে আসতে পেরে খুবই ভালো লাগছে। নিজেদের সংসারের সুখ শান্তি কামনার পাশাপাশি দেশ তথা বিশ্বের মঙ্গল হোক ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করেছি।’

শ্রী শ্রী বড় কালিবাড়ীর পুরোহিত আশীষ কুমার ভাদুড়ী বলেন, প্রতি বছরের ন্যায় সনাতন ধর্মবলম্বীরা এই মন্দিরে এসে ডাব, দুধ, মধুসহ বিভিন্ন উপাদান মিশ্রিত করে মহাদেব ও মা কালিকে স্ন্যান করান। বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখের ১ তারিখ এই রীতি মেনে নারীরা মন্দিরে আসেন। আমি ২৪ বছর ধরে এই রীতি দেখে আসছি। নারীরা তাদের সংসার এবং বিশ্বের মঙ্গল কামনায়  ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।’