টাঙ্গাইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
 
												 
																			‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ^ স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।
৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের সভা কক্ষে গিয়ে শেষ হয়।
এর আগে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন।
জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে আলোচনায় সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি সৈয়দ ইবনে সাঈদ, ডেপুটি সিভিল সার্জন ফারজানা তাহের মুনমুন, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর রহমান, উদ্যমশীল যুব সংস্থার নির্বাহী পরিচালক নুর আলম সিদ্দিক, সংবাদকর্মী তনয় বিশ্বাস প্রমুখ।
এ সময় নার্সিং এর শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. রবজেল হক।
 
                         
 
             
            