জুয়ারীকে ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশের দুই এএসআইকে প্রত্যাহার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৯ পিএম, রোববার, ৬ মার্চ ২০২২ | ৫৫৭

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ড়িদের ধরে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে থানা-পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। 

গত বৃহস্পতিবার ওই দুই এএসআইকে প্রত্যাহার করা হয় বলে আজ রবিবার নিশ্চিত করেছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ।

প্রত্যাহার হওয়া দুই এএসআই হলেন মনির হোসেন ও মো. রেজাউল করিম। 

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার ভাওড়া ইউনিয়নে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে যান এএসআই মনির ও রেজাউল। তারা চাঁনপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে জুয়ার আসর বসার খবর পান। সেখানে অভিযান চালিয়ে সমেজ ও রাসেলসহ কয়েকজন জুয়াড়িকে আটক করেন তাঁরা। পরে ঘুষ নিয়ে ওই জুয়ারীদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে।
এ বিষয়ে স্থানীয়রা টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের কাছে অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে থানা-পুলিশ তদন্ত ঘটনার সত্যতা পান। পরে এএসআই মনির ও রেজাউলকে গত বৃহস্পতিবার মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়। 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, কাজে গাফিলতি ও কর্তব্যে অবহেলার কারণে পুলিশ সুপারের নির্দেশে ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।