ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, বাংলা ড্রেজার পাইপ ধ্বংস

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২১ পিএম, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ | ১৭৮

টাঙ্গাইলের ভূঞাপুরে যত্রতত্রভাবে বাংলা ড্রেজার বসিয়ে অবাধে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না। এসব বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় এ অভিযান চালায় হয়।

এতে ১টি বাংলা ড্রেজার ধ্বংস ও পাইপ গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।

 তিনি বলেন, 'কিছু অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বাংলা ড্রেজার বসেছিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল'। 'এমন সংবাদে অভিযান চালিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ১টি বাংলা ড্রেজার ধ্বংস ও পাইপ গুড়িয়ে দেয়া হয়। এ ধরণের অভিযান অব্যহত থাকবে'।