টাঙ্গাইলে পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণ দাবিতে কর্মবিরতি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ পিএম, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ | ৫২২
পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি আদালয়ের লক্ষে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গাইলে পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন বাকাসস'র টাঙ্গাইল জেলা শাখা।
 
মঙ্গলবার (১ মার্চ) দিনব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করেন কর্মচারীরা। ফলে কর্মবিরতির কারণে  সেবাগ্রহীতারা দুর্ভোগ পড়েন।
 
এরআগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই অবস্থান কর্মসূচি পালন করেন।
 
এসময় উপস্থিত ছিলেন, বাকাসস'র টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী সুলতান মাহমুদসহ অন্যান্যরা।
 
এদিকে, জেলার ভূঞাপুরেও পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মচারীরা। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন তারা।
 
এসময় কর্মবিরতিতে উপস্থিত ছিলেন- সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউার অপারেটর মো. আলমগীর হোসেন, হিসাব সহকারী মো. শামীম হোসাইন, সার্টিফিকেট সহকারী, খন্দকার সবুজ, ফটোকপি অপারেটর মো. বায়েজীদসহ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অন্যান্য কর্মচারীও অংশ নেন।