নাগরপুরে রোকসানার হত্যাকারীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩১ পিএম, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ | ১৮৯

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের পুগলি গ্রামের মো. বেল্লাল হোসেনের মেয়ে রোকসানার (২০) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

সোমবার দুপুরে রোকসানার পরিবার ও এলাকাবাসীর আয়োজনে রোকসানা হত্যার বিচারের দাবিতে পুগলী গ্রামে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে নিহতের পরিবারসহ এলাকার শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

নিহত রোকসানার মা ও এলাকাবাসী বলেন, রোকসানাকে তার স্বামী রাকিব বিভিন্ন সময় টাকার জন্য চাপপ্রয়োগ করত। আমরা মেয়ের সুখের জন্য রাকিবকে দুই লক্ষ টাকা ও ২০ হাজার টাকা দামের একটি নতুন মোবাইল ফোন কিনে দেই। এতেও রাকিবের চাহিদা মিটেনি। মেয়েকে বিভিন্ন সময় টাকার জন্য মারধর করত। টাকার জন্যই রোকসানাকে তার স্বামী রাকিব হত্যা করেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাই হত্যাকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তারা। তিনি আরো বলেন ২৩ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত আমাদের মামলা নেয়নি থানা পুলিশ। 

নিহতের চাচা আয়নাল মিয়া বলেন, ঘটনার আগের দিন রাতে আমাদের পরিবারের পক্ষ থেকে রোকসানার সাথে মোবাইল ফোনে কয়েকবার কথা বলার চেষ্টা করলে রাকিব কোন কথা বলতে দেয় না। পরের দিন সকাল বেলা রোকসানা আত্মহত্যা করছে বলে খবর দেয়। 

নাগরপুর থানার অফিসার্স ইনর্চাজ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ঘটনাটি এখন পযর্ন্ত আত্মহত্যার পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য: গত ২১ জানুয়ারি রাতে উপজেলার মোকনা ইউনিয়নের স্বামীর বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় রোকসানার লাশ উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ। পরদিন নিহত রোকসানার পরিবার বাদি হয়ে মামলা করতে গেলে  থানায় মামলা নেয়া হয়নি এখন পর্যন্ত।