টাঙ্গাইলে সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২ | ৭১০

টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা ভূমি’র কার্যালয়ে “প্রশান্তি ভূমি সেবা গোলঘর” উদ্বোধন করেছেন তিনি।  

এসময় বিভাগীয় কমিশনার খলিলুর রহমান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিভাগীয় কমিশনার খলিলুর রহমান টাঙ্গাইলের উন্নয়ন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং টাঙ্গাইলে আরো উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গালের জেলা প্রশাসক ড. আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম।