কালিহাতীতে

সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণের দাবীতে কর্মসূচি

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮ | ২৫১

“শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণের দাবীতে ৩য় দিনের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

২২ জানুয়ারি সকাল ৯টায় কালিহাতী উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণের দাবীতে ৩য় দিনের অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিএইচসিপি এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজা হাসিব খান(রাজিব),টাঙ্গাইল জেলা দাবী আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা মাসুদুর রহমান সিদ্দিকী,উপজেলা এ্যাসোসিয়েশনের সভাপতি জুলহাস উদ্দিন, উপদেষ্টা রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে বক্তরা বলেন,বিভিন্নভাবে এবং বিভিন্ন সময়ে আমাদের চাকুরী জাতীয় করণের আশ^াস প্রদান করলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। তাদের চাকুরী জাতীয় করণ করে রাজস্ব খাত থেকে তাদের বেতন ভাতা দেওয়ার দাবী জানিয়ে বক্তরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।