টাঙ্গাইলে  ভ্রাম্যমাণ  আদালতে  অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২ | ৪৩৭

টাঙ্গাইলে মাস্ক না পরার অপরাধে ৮ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের নিরালা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জনকে মাস্ক না পরার অপরাধে ২ হাজার ১০০ টাকা অর্থদ- প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন।  এসময় ৫ শতাধিক পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

জানা যায়, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেয় সরকার। এতে শহরে সরকার ঘোষিত পাথচারীদের মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন বলেন, সরকার ঘোষিত করোনা ভাইরাসে মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি অনুসরন করতে হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।