আজ মাহি নাচবেন সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালেতে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, রোববার, ২১ জানুয়ারী ২০১৮ | ৪৮৯

ব্যাংককের পাতায়াতে আজ রোববার, ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর গ্র্যান্ড ফিনালে। সেরা দশ জন প্রতিযোগীর মধ্যে হবে এ লড়াই।

প্রতিযোগীরা হলেন- আদিবা, সুমনা, ফাতেমা, ঐশী, তারিক, তৃষা, অনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও অপল। পাতায়া সাগর পাড়ের এ বিশেষ আয়োজনে অংশ নিতে প্রতিযোগী, বিচারক, বিভিন্ন পরিবেশনায় অংশ নেওয়া শিল্পীরা এরই মধ্যে পৌঁছেছেন অনুষ্ঠানস্থলে।

সেখানে আজ নাচ নিয়ে হাজির হবে ঢালিউড জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ইজাজ খান স্বপনের পরিচালনায় সেখানে আরও নৃত্য পরিবেশন করবেন ‘সেরা নাচিয়ে’র বিভিন্ন আসরের বিজয়ী একদল নৃত্যশিল্পী তাদের মধ্যে আছেন হৃদি শেখ, সামিয়া অথৈ, পারসা ইভানা, সিনথিয়া ইয়াসমিন, মিম চৌধুরী, মন্দিরা ও রিয়া।

রবীন্দ্রসংগীত গাইবেন ইমরান ও কোনাল। এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে যুক্ত আছেন মিতালী মুখার্জি, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বিজিৎ।

চ্যানেল আই সূত্র জানায়, সেরাকণ্ঠের এবারের বিজয়ী পাবেন ৫ লাখ, ১ম রানারআপ ৩ লাখ ও ২য় রানারআপ পাবে ২ লাখ টাকা। এছাড়া থাকবে আকর্ষণীয় পুরস্কার। বরাবরের মতো উপস্থাপনা করবেন মারিয়া নূর। অনুষ্ঠানটি ধারণ করে চ্যানেল আইয়ের দর্শকদের জন্য সম্প্রচার হবে শিগগিরই।