নাগরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ পিএম, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ | ৬৭১

টাঙ্গাইলের নাগরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাংসদ আহসানুল ইসলাম টিটু। সোমবার দুপুরে উপজেলার বেকড়া, সলিমাবাদ ও গয়হাটা ইউনিয়নে কম্বল বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সিফাত-ই-জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আবু বক্কর, বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম অপু সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল বিতরণ কালে টাঙ্গাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দূর্যোগ মোকাবেলায় আমাদের সরকার সদাপ্রস্তুত। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কম্বল বিতরন করা হবে।