ভূঞাপুর ইউপি নির্বাচনে সহিংসতামুক্ত নির্বাচন-শীর্ষক মতবিনিময়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | ১০৭

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে অংশ নেওয়া ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের সাথে সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষায় ও সহিংসতামুক্ত নির্বাচন-শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা শাখা’র পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি ও সহযোগিতা করেন উপজেলা শাখা’র সুজন-সুশাসনের জন্য নাগরিক। আলোচনা সভায় উপজেলা শাখা’র সুজন-সুশাসনের জন্য নাগরিকের সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।

এতে অংশ নেন- অধ্যাপক শংকর দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার, অধ্যক্ষ আব্দুস সোবহান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল।

এছাড়ও গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাহিত্য-প্রকাশনা সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খান, প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বাবু, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ তালুকদার, কোষাধ্যক্ষ অভিজিৎ ঘোষ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (আইসিটি) ফরমান শেখ প্রমূখসহ স্থানীয় সামাজিক সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।