ভাগ্য ফিরলো ঘানি টানা সেই গোপালপুরের সুফিয়া বেগমের

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৭:১৫ পিএম, রোববার, ১২ ডিসেম্বর ২০২১ | ২৫৬

চল্লিশ বছর ধরে ঘানি টানা, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জোত আতাউল্যা গ্রামের সেই সুফিয়া বেগম (৫৫) এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন "আমরা গোপালপুরবাসী" ফেসবুক গ্রুপ সুফিয়া বেগমকে দেয়া হয়েছে বিশেষ পদ্ধতিতে তৈরি যন্ত্রচালিত ঘানি ও শীতবস্ত্র ।

আজ রবিবার সকালে  উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক, সুফিয়া বেগমের নিজ বাড়ির আঙ্গিনায় ঘানির ঘর উদ্বোধন করেন ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ওসি (তদন্ত) মামুন ভূঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপের এডমিনগণ।

বিশেষ পদ্ধতিতে তৈরি ঘানি পেয়ে সুফিয়া বেগম বলেন, আমার জীবনে এমন পরিবর্তন আসবে কখনো কল্পনাও করতে পারিনি। এখন থেকে আর বুকে চেপে ঘানি ঘুড়াতে হবে না, নতুন এই ঘানি দিয়ে ব্যবসা চালিয়ে আমার আগামী দিন গুলো সুখের হবে, আর কারও মুখাপেক্ষী হতে হবে না ।