বাসাইলে নানা আয়োজনে বঙ্গবন্ধু’কে স্মরণ

বাসাইল সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭ | ২৩১

টাঙ্গাইলের বাসাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বাসাইল জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন এবং মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদ এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে শোক র‌্যালী শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা, যুব ও যুব মহিলাদের মাঝে ঋণ বিতরণ, বঙ্গবন্ধু বিষয়ক প্রামাণ্য প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নাফিসা আক্তার, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ড. হাবিবুর রহমান, জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক।

অপরদিকে দুপুরের দিকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শোক র‌্যালীটি স্থানীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পরে আওয়ামীলীগের স্থানীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল মালেক মিয়া, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, অধ্যক্ষ সাইদ আজাদ, আওয়ামীলীগ নেতা ও তাসিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একে আজাদ খানশুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজসহ অন্যরা।


এছাড়া দিবসটি উপলক্ষে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, মসজিদ, মন্দিরে প্রার্থনা করা হয়। আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠন উপজেলার বিভিন্ন স্থানে কাঙালি ভোজের আয়োজন করে।