টাঙ্গাইলে আওয়ামীলীগ নেতা হত্যার বিচার দাবীতে মানববন্ধন

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ০২:৫৮ পিএম, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১ | ৫৪১
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শেখের পাড়া গ্রামের আওয়ামীলীগের সভাপতি জসন খলিফা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার ও এলাকাবাসী। 
 
আজ দুপুরে কালিহাতী উপজেলার মগড়া বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে পরিবারের লোকজন ও এলাকাবাসী।  
মানববন্ধনে বক্তারা বলেন,গত অক্টোবরের ৩১ তারিখ রাতে হঠাৎ  করে জসনের বাড়িতে হামলা চালায় বিএনপির কর্মীরা ।  পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি  নভেম্বরের  ১ তারিখে মারা যান।  লাশ দাফনের পরের দিন কালিহাতী থানায়  বিল্লাল,ময়নাল, মেহেদী, মনিরুল হক,হেল্লাল সহ  অজ্ঞাত ব্যাক্তিদেরকে  আসামী করে মামলা দায়ের করেন পরিবার । এখনো পুলিশ  মামলার কোন আসামীকে গ্রেফতার না করায় ক্ষু্দ্ধ এলাকাবাসী। 

তারা আরো বলেন,প্রসাশনের নিকট একটি দাবী অতিতাড়াতাড়ি যেনো আসামীদের আটক করা হয়। 
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মালেক ভূইয়া এবং পরিবারের লোকজন সহ এলাকাবাসী ।