টাঙ্গাইলে করোনেশন ড্রামাট্রিক ক্লাবের নাট্য উৎসব সমাপ্তি

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ০২:৪৪ পিএম, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১ | ২৩৯

টাঙ্গাইলে সাত দিনব্যাপী করোনেশন ড্রামাট্রিক ক্লাবের নাট্য উৎসবের সফল সমাপ্তি হলো। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরে করোনেশন ড্রামাটিক ক্লাব(সিডিসি) আয়োজিত সিডিসি নাট্যমঞ্চে সুকুমার রায়ের রচনা ইভান রিয়াজের নির্দেশনায়  বটতলার মঞ্চায়নে“বন্যথেরিয়াম” নাটক মঞ্চস্থ হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেব আসন অলংকৃত করে নাটক মঞ্চয়নের পূর্বে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। করোনেশন ড্রামাটিক ক্লাবের সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি  ও জেলা পরিষদের চেয়ারম্যান  ফজলুর রহমান ফারুকের সভাপতিত্বে বিশেষ  অতিথি হিসেব উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

করোনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু সার্বিক তত্ত্বাবধানে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এলেন মল্লিকের আমন্ত্রণে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্য সম্পাদক দেবাশীষ দেব। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সাম্য রহমান।

সাতদিনব্যাপী নাট্য উৎসবে যেসব নাটক মঞ্চস্থ হলো সে গুলো হুমায়ন আহমেদের নাটক  রতন দত্তের নির্দেশনায় ১৯৭১, সংকেট নাট্যদলের তমস তমস্যা, কুশল ভৌমিকের রচনায় ও সাম্য রহমানের নির্দেশনায়  ঘুমের ঘোরে, আরণ্যকের একজন তোরাব শেখ ও মূর্খ লোকের মূর্খ কথা দুটি নাটক, মুক্তনীলের নির্দেশনায় রেডফ্লিফ নাইন, আষাঢ়স্য প্রথম দিবসে ও সুকুমার রায়ের রচনায় ইভান রিয়াজের নির্দেশনায় বন্যথেরিয়াম।