বাতিঘর আদর্শ পাঠাগারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১ | ২০৬

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার চৌরাকররা গ্রামে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ এ প্রতিযোগিতার আয়োজন করে। 

পাঠাগার প্রাঙ্গণে "মুক্তিযুদ্ধ ও বিজয়ের আনন্দ" শীর্ষক এ অঙ্কন প্রতিযোগিতায়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ থেকে ১২ বছর বয়সের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে ৩য় শ্রেণির শিক্ষার্থী ফওজিয়াহ্ হক জিনাত, দ্বিতীয় স্থান অধিকার করে ৫ম শ্রেণির শিক্ষার্থী শাহীন এবং তৃতীয় স্থান অধিকার করে ৫ম শ্রেণির শিক্ষার্থী  আঁখি। 

পরে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী প্রত্যেককে বই ও সনদপত্র প্রদান করা হয়। 

এসময় বিচারক, প্রতিযোগীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে প্রতিষ্ঠিত হয় “বাতিঘর আদর্শ পাঠাগার। পাঠাগারটি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে।