নাগরপুরে চেয়ারম্যান প্রার্থীসহ দুইজনের উপর হামলা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:২৪ পিএম, রোববার, ৩১ অক্টোবর ২০২১ | ১৭২০

টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ দুইজনের উপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার বেকড়া ইউনিয়নের বেকড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চেয়ারপ্রার্থী রতন মিয়া (৫০) এবং তার কর্মী জালাল মিয়া (৫০)। বর্তমানে তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
 
সংশ্লিষ্ট্য সূত্রে জানা যায়, সন্ধ্যায় চেয়ারম্যানপ্রার্থী রতন মিয়া নির্বাচনের প্রচারণার পর উপজেলার বেকড়া বাজারে চা খাচ্ছিলো। এ সময় হঠাৎ করে ৭ থেকে ৮ জনের একটি দল রতন মিয়ার উপর অতর্কিত হামলা করে। এ সময় রতন মিয়াকে হামলার হাত থেকে বাঁচাতে গেলে তার কর্মী জালাল মিয়াকেও মারধর করা হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত চেয়ারম্যানপ্রার্থী রতন মিয়ার আত্মীয় নাসির মিয়া বলেন, হামলায় রতন মিয়া গুরুত্বর আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছি। বিষয়টি থানায় অভিযোগের দায়েরের প্রস্তুতি চলছে। 

উল্লেখ্য, ২৮ নভেম্বর বেকড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।