টাঙ্গাইলে ছিনতাইকারীর হাতে রিক্সাচালক খুন
টাঙ্গাইলে এসপি অফিসের সামনে আমতলা নামক স্থান থেকে রাশেদুল ইসলাম ফকির (২৫) নামের এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাতপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুপুরে টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ ফয়সাল নিশ্চিত করেছেন।
এসময় মরদেহের পাশেই পড়ে ছিল একটি রক্তমাখা হাঁতুড়ি। কোন ছিনতাই চক্রের হাতে রাশেদুল খুন হতে পারে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। রাশেদুল ইসলাম সিরাজগঞ্জের মিস্ত্রিগাতি এলাকার রওশন আলী ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিনিয়তই ডিস্ট্রিক গেট থেকে জেলা কারাগার সড়কে আদালত এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। পাশেই পুলিশ সুপারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় থাকলেও নিরাপত্তা জোরদার না থাকায় ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়ত ঘটে। এ সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
আরিফ ফয়সাল জানান, খবর পেয়ে আদালত এলাকার আমতলা নামকস্থান থেকে রাশেদুল ইসলাম নামের এক রিক্সাচালকের মরহেদ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও মুখে আঘাতের চিহৃ রয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা হাঁতুড়ি এবং একটি ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ছিনতাইকারী চক্র রাশেদুলকে হাঁতুড়ি দিয়ে মাথায় এবং মুখে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
