টাঙ্গাইলে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬ এএম, বুধবার, ১১ আগস্ট ২০২১ | ৬১০

টাঙ্গাইলে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২। বুধবার (১১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার রামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রামপুর এলাকার মোতালেব মিয়ার ছেলে মিজানুর রহমান (৩০), একই এলাকার মিন্টু মিয়ার ছেলে সুজন বাবু (২৫)। এসময় ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক কালিহাতী থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী দেশীয় চোলাই মদ সরবরাহ করে। তাদের বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।