টাঙ্গাইলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:৪১ পিএম, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | ৪৪৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১ তম জন্মদিন উপলক্ষে করোনার এই মহাসংকটে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা'র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে টাঙ্গাইল সদর উপজেলা যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে।
 
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার ছিলিমপুর বাজারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
 
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, যুগ্ম সম্পাদক রাজীব তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলামীন, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক সিকদার মানিক, রুহুল আমিন প্রমুখ। এ সময় দুই শতাধিক দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।