মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮ | ৫৩৪

মাগুরা আলমখালী-গোপালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মাগুরা সদর পুলিশ ফাড়ির সদস্য আমিরুল ইসলাম নিহত হয়েছে।

মাগুরা সদর থানার ওসি তদন্ত হোসেন আল মাহবুব জানান, আজ শুক্রবার সকাল ৬.৩০ মিনিটে মাগুরা সদর পুলিশ ফাড়ির সদস্য আমিরুল ইসলাম রাস্তায় ঘন কুয়াশার মধ্যে ট্রাকের সাথে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই নিহত হন।

আমিরুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার রাজধরপুর গ্রামে। সে বাড়ি থেকে মটর সাইকেল যোগে মাগুরা নিজ কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।

স্থানীয় ও হাটগোপালপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সদর উপজেলার আলমখালী রামনগর এলাকায় দাড়িয়ে থাকা একটি বালির ট্রাকের পেছন থেকে চলন্ত অবস্থায় ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় লাশের কোন ময়নাতদন্ত হচ্ছে না বলে জানা যায়। উল্লেখ