কঠোর লকডাউনেও মহাসড়কে চলছে ব্যক্তিগত যানবাহন ও বাস

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:৪৫ এএম, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ | ৬১৯

কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, খোলা ট্রাক ও বাস। আর এসব যানবাহন ব্যবহার করে উত্তরবঙ্গের ১৯ জেলাসহ ২১ জেলার মানুষ নিজনিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে ৭ দিনের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে জরুরি সার্ভিস ছাড়া সব ধরনের যানচলাচল বন্ধের নির্দেশনাও রয়েছে।

তবে ভিন্নচিত্র দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, খোলা ট্রাক ও পিকআপ।

এছাড়া নিয়মিত বিরতিতে মহাসড়কে দেখা যাচ্ছে বন্ধ থাকা দূরপাল্লার গণপরিবহনও। যানবাহনের চালক ও যাত্রীরা জানান, দিনের বেলায় প্রশাসনের নজরদারি থাকায় মধ্যরাতের পর তারা ঢাকা ছেড়েছেন। পথিমধ্যে তেমন কোন বাধার মুখে পড়তে হয়নি বলেও তারা জানান।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলি থেকে নিয়মিতই এসব যানবাহনকে মামলা দেয়া হচ্ছে আর কিছু গাড়িকে ঘুরিয়ে দেয়া হচ্ছে বলেও তিনি জানান।