নাটোরের নলডাঙ্গা পৌরসভার বাজেট পেশ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০২:০১ পিএম, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ | ৫৮৩

নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির জীবন যাত্রারমান উন্নয়নকে গুরুত্ব দিয়ে আয় ও  ব্যয়সমান রেখে এই বাজেট ঘোষণা করেন।

মেয়র মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সচিব মোঃ তাজুলই সলামের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানেব ক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাাহ আল মামুন, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, পৌরসভার কাউন্সিলর মাহমুদুল হাসান ফকির মুক্তা, ফরহাদ হোসেন, জামাল হোসেন ও সামসুন্নাহার বেগম।