টাঙ্গাইলে একদিনে ১২১জন করোনায় আক্রান্ত 

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:৫৬ এএম, মঙ্গলবার, ২২ জুন ২০২১ | ৮৯৯

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় ১২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদের মধ্যে টাঙ্গাইল সদরে ৫৩ জন, কালিহাতীতে ১৫ জন, দেলদুয়ারে ১৩ জন, ঘাটাইলে ১০ জন, মির্জাপুরে ৮ জন, নাগরপুর, ধনবাড়িতে ৬ জন করে, গোপালপুর ও মধুপুরে ৩ জন করে ভুঞাপুর ও বাসাইলে ২ জন করে রয়েছেন।

এ নিয়ে গতকাল সোমবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৬৩৯৫ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন মোট ১০১জন। আরোগ্য লাভ করেছেন ৪৪০৪ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৭৮ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫১৮৮ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।