কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ জনকে জরিমানা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, বুধবার, ১৬ জুন ২০২১ | ২০৭
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের কালিহাতীতে মাস্ক ছাড়া বাইরে বের হওয়া এবং মাস্ক ব্যবহার না করার দায়ে ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
 
বুধবার (১৬ জুন) দুপুরে উপজেলার পারখী ইউনিয়নের ভন্ডেশ্বর বাজার ও নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান।
 
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় (১৬ জুন) কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের ভন্ডেশ্বর বাজার ও নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ১১ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এসময় মাইকিং করে লোকজনকে মাস্ক ব্যতীত বাইরে ঘুরাঘুরি না করার জন্য এবং সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।