টাঙ্গাইলে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | ৮৪৯

টাঙ্গাইল সদর উপজেলায়  কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে। কিন্তু চলমান করোনা পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট।

ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে সাত কৃষকের হাতে ৭টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন,টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,টাঙ্গাইল জেলা মহিলা আ'লীগের সভানেত্রী মনোয়ারা বেগম প্রমুখ।

২০২০-২১ অর্থ বছরে সমস্বিত ব্যবস্থাপনার মাধম্যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহয়াতায় ৯টি মেশিনের মধ্যে ৭টি  মেশিন ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।