বেনাপোলে ফেনসিডিলসহ আটক এক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯ এএম, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ | ৬৩৭
যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে থেকে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মো. শাহিন হোসেন(২৫)নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি সদস্যরা।
 
সোমবার (১৯ এপ্রিল) রাতে আটক মাদক বিক্রেতাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটক মাদক বিক্রেতা শাহিন কাগজপুকুর গ্রামের মৃত রেজাউল হোসেনের ছেলে।
 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টের মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি মোটরভ্যানে অভিযান চালিয়ে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ফেনসিডিলের সিজার মূল্য এক লক্ষ তিন হাজার ছয়শত টাকা।
 
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা উদ্ধার মাদকসহ আসামীর বিষয়টি নিশ্চিত করেন।