একদিনে শনাক্তের হার ছাড়ালো ১০ শতাংশ, নতুন রোগী ২১৮৭

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | ২৪৫

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ হার বাড়ছেই। নতুন করে ফের দৈনিক শনাক্তের হার শতাংশ পার হয়েছে। দেশে গেল ২৪ ঘণ্টায় আরো ২১৮৭ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। যা এবছর এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯-এ। একই সময়ে দেশে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬২৪-এ। 

আজ বৃহস্পতিবার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে দেশের ২১৯টি ল্যাবের তথ্য তুলে ধরে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ২০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪৩ লাখ ৪৯ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হল।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৪ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।