নাগরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫১ পিএম, সোমবার, ৮ মার্চ ২০২১ | ৬০০

নানা আয়োজন ও কর্মসূচীর মাধ্যমে সারা বিশ্বের মতো বাংলাদেশেও  উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

' করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের  সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায়  উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা  সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।