আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নাগরপুরে প্রস্তুতি সভা
 
												 
																			টাঙ্গাইলের নাগরপুরে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই- জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান মহিলা ছামিনা বেগম শিপ্রা, প.প. কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যম্যান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে ২১ ফের্রুয়ারি মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের জন্য আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
                         
 
             
            