চল্লিশোর্ধ্ব সবাই টিকা নেয়া যাবে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:১৮ পিএম, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ | ১৮২

করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য বয়সসীমা কমানো হয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী ৪০ বছর বয়সী সাধারণ মানুষও করোনার টিকা নিতে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয় মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। 

আগের সিদ্ধান্ত অনুযায়ী, ৫৫ বছরের নিচের সাধারণ কেউ টিকা নিতে নিবন্ধন করতে পারতেন না। 

এসময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেহেতু এই টিকা ৭০ শতাংশ কার্যকর। সেই হিসাবে একশ জন টিকা নিলে যদি ৭০ জনও ইউমিউন হয়ে যায়, তাহলেও ধীরে ধীরে আমরা রোগটার বিস্তারের ক্ষেত্রে আমরা অনেকটাই কমফোর্ট জোনে আমরা চলে যাবো। সুতরাং যাদের টিকা নেয়ার সুযোগ আছে তারা সবাইকেই টিকা আমরা দিয়ে দিবো।’

স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে আলোচনা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে জানিয়ে দেয়া হয়েছে। তারা খুব শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।