চীনা উপকূলে

জাহাজের সংঘর্ষ দুই বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, রোববার, ৭ জানুয়ারী ২০১৮ | ৩৫৬

চীনের পূর্ব সমুদ্র উপকূলে তেলবাহী জাহাজের সঙ্গে মালবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পর তেলবাহী জাহাজ সানচি’তে থাকা দুই বাংলাদেশিসহ অন্তত ৩২ জন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে ইয়াঙজে নদীর মোহনা থেকে ১৬০ মাইল পূর্ব সমুদ্র উপকূলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ রবিবার (৭ জানুয়ারি) চীনের পরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেছে, নিখোঁজ ৩২ ক্রুর ৩০ জন ইরানের এবং দু’জন বাংলাদেশের। এ ছাড়া মালবাহী জাহাজের ২১ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতা সবাই চীনা নাগরিক।

চীনের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএন জানিয়েছে, শনিবার রাতে চীনের পূর্ব উপকূল থেকে ২৯৬ কিলোমিটার দূরে হংকংয়ের মালবাহী জাহাজটির সঙ্গে সংঘর্ষের পর পানামার পতাকাবাহী ওই তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। 

তেলবাহী জাহাজের নিখোঁজ নাবিকদের উদ্ধারে চীনের মেরিটাইম কর্তৃপক্ষের আটটি নৌযান এবং দক্ষিণ কোরিয়া কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি উড়োজাহাজ ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালাচ্ছে।