নাতাশাকে নিয়ে যেখানে রাত কাটাবেন বরুণ


বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ে ২৪ জানুয়ারি। মুম্বাইয়ের আলিবাগের একটি পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আয়োজন। করোনার কারণে কমিয়ে আনা হয়েছে অতিথি তালিকা। বিয়ে উপলক্ষে এরই মধ্যে আলিবাগ পৌঁছে গেছেন বর-কনে এবং দুই পরিবারের সদস্যরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বরুণ-নাতাশা হানিমুন করবেন তুরস্কে। ইস্তানবুলের বিভিন্ন নামি হোটেলে রাত কাটাবেন তারা। জানা গেছে, ইস্তানবুলের সিরাগন প্যালেসে হানিমুন করবেন এ জুটি। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু স্বীকার করেননি বর-কনে।